টেকনাফে ৭ জন অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১২:৩১ এএম


কক্সবাজার, টেকনাফ, পাহাড়ি এলাকা
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় থেকে ফের ৪ কিশোরসহ ৩ যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের অভিভাবকদের কাছে মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করছে তারা।

বিজ্ঞাপন

অপহৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড কম্বনিয়া পাড়ার ফিরোজ আহমেদের ছেলে মোহাম্মদ নুর(১৫), হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে অলী আহমেদ (৩০), ৫ নম্বর ওয়ার্ড করাচি পাড়া লেদু মিয়ার ছেলে শা‌কিল মিয়া (১৫), বেলালের ছেলে মো. জুনায়েদ (১৩), নুরুল আমিনের ছেলে মো. সাইফুল (১৪), শহর আলীর ছেলে মো. ফরিদ (২৫) এবং নাজির হোসনের ছেলে সোনা মিয়া (২৪)।

মঙ্গলবার ( ২৬ মার্চ) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি কম্বনিয়া পাড়া পাহাড়ে অপহরণ করা হয় দু'জনকে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মার্চ) বিকালে সবজি ক্ষেতে কাজ করতে গেলে পাঁচ জনকে অপহরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মোহাম্মদ নুর পাহাড়ে পাশে গরু চড়াতে যায়। হঠাৎ করে দুপুরের দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত পাহাড় থেকে নেমে এসে তাকে  ও অলী আহমেদ নামের এক কাঠুরিয়াকে অস্ত্রে মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যার দিকে মোবাইলে কল করে দু'জন থেকে দু'লাখ টাকা মুক্তিপন দাবি করছেন দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

অপদিকের বুধবার বিকালে সবজি ক্ষেত পাহারা দিতে গিয়ে ৫ শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের পরিবারে কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দিনের পর দিন এভাবে অপহরণের ঘটনা বাড়ার কারনে কৃষক, শ্রমিক সহ পাহাড়ের বসবাস কারি মানুষ অনিরাপদের মধ্যে দিন কাটাচ্ছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের ঘটনাটি খবর পাওয়ার পর  ভিকটিমের উদ্ধারে পুলিশের টিম পাহাড় অভিযান পরিচালনা করেছেন। অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এ ঘটনার আগে বৃহস্পতিবার (২১ মার্চ) হ্নীলা ইউনিয়নের পানখালিতে খেত পাহারা দিতে গিয়ে ৫ শ্রমিক অপহরণের শিকার হয়েছিল। পরে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেন।

এর আগে শনিবার ৯ মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ৬ বছরের এক মাদ্রাসার ছাত্রকে অপহরণ করা হলেও তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

অপরদিকে গত তিন বছরের টেকনাফ উপজেলায় দেড় শতাধিক লোক অপহরণের শিকার হয়েছিল।এবং অপহরণের পরে মুক্তিপন দিতে না পারায় টমটম( ইজিবাইক) ও সিএনজি চালক সহ কক্সবাজার থেকে টেকনাফে বেড়াতে আসা তিন যুবক সহ মোট পাঁচ জন অপহরণের কবলে পড়েছিল।পরে দুর্বৃত্তরা মুক্তিপন না পেয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করে পাহাড়ে রেখে পালিয়ে যায়।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission